’হেলথ পাসপোর্ট দেবে সৌদি‘ করোনা টিকা গ্রহণকারীদের
করোনা মহামারির সুরক্ষা নিশ্চিত করতে টিকা গ্রহণকারীদের জন্য স্বাস্থ্য বিষয়ক পাসপোর্ট চালু করেছে সৌদি আরব। করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের জন্য অনলাইনভিত্তিক এই স্বাস্থ্য সুরক্ষার পাসপোর্ট চালু করলো দেশটি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের (এসডিএআইএ) তত্ত্বাবধানে হেলথ পাসপোর্ট চালু করা হয়।
সৌদির স্বাস্থ্যমন্ত্রী ড. আবদুল্লাহ শারাফ সঙ্গে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান ড. তাওফিক আল রাবিয়া বলেন, ‘করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর ‘তাওয়াক্কালনা’ অ্যাপের সাহায্যে স্বাস্থ্য বিষয়ক পাসপোর্ট কয়েক মুহূর্তেই গ্রহণ করা যাবে।’
বৃহস্পতিবার সকালে সৌদির স্বাস্থ্যমন্ত্রী ড. তাওফিক আল রাবিয়াহ রিয়াদের টিকা এক ক্লিনিকে করোনার দ্বিতীয় টিকা গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে করোনা সংক্রমণরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. তাওফিক।